নবডঙ্কা
প্রতিটি রাতে শ্রমিক হয়ে বুক ভাঙতে গিয়ে দেখি হাড়ে জড়িয়ে থাকে অগণ্য খোলসা করা ঘুনপোকা,
আমারও মাথা মোটা আদুরে তাদের বলি খেতে আয় খোকা ।
কি নির্মম!
সিদ্ধহস্ত হাতে তৃপ্তির হাসিখানাও
আদৌ দুবেলা ঠোঁটে মেলে উঠতে পারিনি
কখনও ভাবি একঝাঁক বিষন্ন ছুড়ে ফেলে
দূরে চলে যাবো ,
তবে নিংড়ে দেখি পচাগলা লাশের গন্ধ,
দু-তিন থাকলে হয়তো দমচেপে বন্ধ ।
দুগ্ধপোষ্য আস্বাদন অনুভবে
আহ্লাদ কুড়িয়ে বলি
আমায় কে নিবি আয়
আমি যে আজ নবডঙ্কা ।
No comments:
Post a Comment