Wednesday, May 19, 2021

অমিত রুদ্র পাল

নবডঙ্কা 
            
প্রতিটি রাতে শ্রমিক হয়ে বুক ভাঙতে গিয়ে দেখি হাড়ে জড়িয়ে থাকে অগণ্য খোলসা করা ঘুনপোকা, 
আমারও মাথা মোটা আদুরে তাদের বলি খেতে আয় খোকা ।
কি নির্মম! 
সিদ্ধহস্ত হাতে তৃপ্তির হাসিখানাও
আদৌ  দুবেলা ঠোঁটে মেলে উঠতে পারিনি 
কখনও  ভাবি একঝাঁক বিষন্ন ছুড়ে ফেলে 
দূরে চলে যাবো ,
তবে নিংড়ে দেখি পচাগলা লাশের গন্ধ,  
দু-তিন থাকলে হয়তো দমচেপে বন্ধ ।
দুগ্ধপোষ্য আস্বাদন অনুভবে
আহ্লাদ কুড়িয়ে বলি 
আমায় কে নিবি আয় 
আমি যে আজ নবডঙ্কা ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...