Wednesday, May 19, 2021

মোঃরাসেল বিন আবু তালেব

জেগে উঠে

সাগরের অতল গহিনে জলের ধারা গহিনে।
ফাগুনের ধারা মনে
কোকিল ডাকে বসন্তের গগনে।

সাগরের বুকে জলের পরশে উত্তাল ঢেউয়ের খেলা।
ফাগুনের গানে মুখরিত ভূমি
বসন্তের কোকিল বসন্ত বাতাসে করে খেলা।

প্রানের মায়ায় জল ছুয়ে ভূবন রূপের ঝলকে জেগে ওঠে। 
ফাগুনের হাওয়ায় কষ্ট ঝরে
চঞ্চলতায় বসন্তের কোকিল সুখের ডাকে জেগে ওঠে।

সাগরের বুকে জলে জলের ধারায় শান্তির রোল ওঠে।
ফাগুনে ফাগুনের বিলিন ঘটে
বসন্তের গতরে কোকিলের কুহু ডাকে কল্লোলের মায়ায়
 বসন্ত আবার জেগে ওঠে।

হতাশের কান্নায় সাগরের বুকে কষ্টের হাসি হেসে যায় অট্টহাসি। 
ফাগুন জ্বলে ফাগুনের অঙ্গে 
বসন্তের মায়ায় পরে কোকিল ডাকে সুখে গান 
গেয়ে গান আনন্দের গতর করে চূর্ণবিচূর্ণ হেসে অট্টহাসি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...