বিষাক্ত আবর্জনা
শুনো!শুনো! প্রিয়জনেরা
বিষাক্ত আবর্জনা!
চোখ লাল করে কথা বলে গো!
অলি-গলিতে আছে শত শত
বাচ্চাদের স্বাধীনতাকে পিষে মারছে প্রতিনিয়ত।
ওদের হাতে আছে শক্ত বল।
নম্বরের নামে চালাচ্ছে নানা চক্রব্যূহ আর ছল।
এই আবর্জনা মিষ্টি কথাও বলে-
আমার কাছে আসলেই হবে
নম্বর কতো চাই বল্।
পাল্টি দিলেই পরিশ্রম হবে জল।
লোভ,লালসার ব্যবসা চলছে ফাটাফাটি।
বিদ্যার নামে চলছে শুধু টাকা টানাটানি।
এই আবর্জনা-
ভবিষ্যতের মেধা, সৃজনাত্মক ভাবনা পুড়িয়ে দিচ্ছে।
টাকা পকেটে ঢুকানোই ওদের একান্ত ইচ্ছে।
সততা,মানবিকতা,নৈতিকতা নীরবে কাঁদে।
কিছু করার নেই।
অভিজ্ঞরা জেনে শুনেই পড়ে এই আবর্জনার ফাঁদে।
আবর্জনার গন্ধে বিজ্ঞ অভিভাবকরা নাচে মনের আনন্দে।
গুণীজনরা বলে আমার নম্বর চাই ভাই।
টাকা দেবো যা বলবে তাই।
এই ধ্বংস লীলার দিনে একটাই প্রার্থনা
বিষাক্ত আবর্জনা চেনার স্বাধীন মানুষ চাই।
No comments:
Post a Comment