অসীম বেদনা
সবাই হইতো জ্বলতে পারে না
আগুনের মতন সূর্যের মত
হইতো কেউ একটু পুড়ে
হইতো কেউ অনেক পুড়ে।
কেউ হইতো অন্যের জন্য দহে
আবার অনেকে অনেক না পাওয়ায় পুড়ে
এখন মানুষ সব পাওয়ার আসক্তে দহে
কিছুটা ঈর্ষা কিছু ব্যথায় আর প্রেমে পুড়ে।
কেউ হইতো জ্বলতে জানে না
আবার হইতো জ্বলাতে ও পারে না
তাদের সুখ অন্যের সূখে
তারা মানুষ হয়ে মানুষের ভাবে।
তারা হইতো কাঁদতে জানে না
তারা কিছুটা জলের মত
তাদের বেদনা বাস্পের মত
তার মেঘের মত গ্রীস্মকালে বর্ষার মত।
No comments:
Post a Comment