Wednesday, May 19, 2021

টিটু বনিক

অসীম বেদনা 

সবাই হইতো জ্বলতে পারে না 
আগুনের মতন সূর্যের মত 
হইতো কেউ একটু পুড়ে 
হইতো কেউ অনেক পুড়ে।
কেউ হইতো অন্যের জন্য দহে 
আবার অনেকে অনেক না পাওয়ায় পুড়ে
এখন মানুষ সব পাওয়ার আসক্তে দহে 
কিছুটা ঈর্ষা কিছু ব‍্যথায় আর প্রেমে পুড়ে।
কেউ হইতো জ্বলতে জানে না 
আবার হইতো জ্বলাতে ও পারে না 
তাদের সুখ অন্যের সূখে 
তারা মানুষ হয়ে মানুষের ভাবে।
তারা হইতো কাঁদতে জানে না
তারা কিছুটা জলের মত 
তাদের বেদনা বাস্পের মত
তার মেঘের মত গ্রীস্মকালে বর্ষার মত।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...