Tuesday, April 16, 2019

সংগীতা শীল

মানবিকতা

পথের পাশে কিছু জীবন্ত লাশ
ছেঁড়া চাঁদর মুড়ে,
যন্ত্রনায় ছটফট করে
গড়াগড়ি খায় মাটিতে পড়ে।

পরনে জোড়া তালির ছেড়া কাপড়
পায়ে নেই জুতো;
দুটো পয়সা দিয়ে জোটে না ভাত দুমুঠো।

চারিদিকে কান্নার একটা খরস্রোতা ঢেউ,
ডানা ঝাপটে ঝাপটে মৃত্যুর কূলে
ঢলতে চলেছে জীবন প্রজাপতি!

অস্তিত্বের ক্যাম্পাসজুড়ে,
যুদ্ধ চলে অক্সিজেনের সাথে
সন্ধিক্ষণে প্রত্যাশায় কাতর তাদের জীবন।

মানবিতার অভাবে আজ নিঃস্ব হৃদয়!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...