Tuesday, April 16, 2019

সুস্মিতা রায়

শব্দেরা

শব্দদের কোনো শর্ত থাকে না
ওরা নগ্ন নয়,
জং ধরা কিছু এপাশ ওপাশ
শব্দদের শূলি চড়ায় !
দমবন্ধ করা বিভীষিকায় যতবার স্পষ্ট হয়
নূসরতদের রাঙা চরণ,
ততবার অশ্লীলতার নেশায় বুঁদ হয়ে
কখনো সমবেদনার বোঝা নিয়ে 
পঙ্গু হয়ে উঠে শব্দেরা ! 
আসলে শব্দদের কোনো শর্ত নেই
নগ্নতা ওদের স্বভাববিরুদ্ধ,
না ছুঁয়েও আদর করতে পারার অদম্য দক্ষতায়
ওরা স্বাধীন আজও !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...