Tuesday, April 16, 2019

সুস্মিতা রায়

শব্দেরা

শব্দদের কোনো শর্ত থাকে না
ওরা নগ্ন নয়,
জং ধরা কিছু এপাশ ওপাশ
শব্দদের শূলি চড়ায় !
দমবন্ধ করা বিভীষিকায় যতবার স্পষ্ট হয়
নূসরতদের রাঙা চরণ,
ততবার অশ্লীলতার নেশায় বুঁদ হয়ে
কখনো সমবেদনার বোঝা নিয়ে 
পঙ্গু হয়ে উঠে শব্দেরা ! 
আসলে শব্দদের কোনো শর্ত নেই
নগ্নতা ওদের স্বভাববিরুদ্ধ,
না ছুঁয়েও আদর করতে পারার অদম্য দক্ষতায়
ওরা স্বাধীন আজও !

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...