শব্দেরা
শব্দদের কোনো শর্ত থাকে না
ওরা নগ্ন নয়,
জং ধরা কিছু এপাশ ওপাশ
শব্দদের শূলি চড়ায় !
দমবন্ধ করা বিভীষিকায় যতবার স্পষ্ট হয়
নূসরতদের রাঙা চরণ,
ততবার অশ্লীলতার নেশায় বুঁদ হয়ে
কখনো সমবেদনার বোঝা নিয়ে
পঙ্গু হয়ে উঠে শব্দেরা !
আসলে শব্দদের কোনো শর্ত নেই
নগ্নতা ওদের স্বভাববিরুদ্ধ,
না ছুঁয়েও আদর করতে পারার অদম্য দক্ষতায়
ওরা স্বাধীন আজও !
No comments:
Post a Comment