Tuesday, April 16, 2019

অভীক কুমার দে

অধিকার

দেশের জন্যে,
মতামত জানাবার দিন এলে
মনের ভেতর এক ভিন্ন অনুভূতি,
বিগত দিনের উপলব্ধি সব জ্যান্ত হলে
একটি নির্ণায়ক পথে পাঁচটি বছর
চেতনায় রেলি শো।

অন্তঃ নিষেকের পর
জেগে ওঠো নাগরিক,
চোখে চোখ রেখে বলো--
অধিকার আছে।

একটি দিন কোনও অন্য কাজ নয়
লালসা নয়
ভয় নয়,
পাঁচের জন্য রাজার বিচার
রাজার জন্য দশের,
কাজে কাজেই লড়াই- জনমত- আদেশ হবে
দেশের জন্য ভোটাদেশ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...