Wednesday, April 17, 2019

দেবাশ্রিতা চৌধুরী

অনির্বাণ

আমি একলা পথটির নাম
রেখেছি কমলিনী
যদিও এপথে কোন পদ্মপুকুর নেই
পথটি অহরহ ইশারায় ডাকে
তার অযুত ঐশ্বর্য বুকে,
কোন বিরহীনির নাম লেখা নেই
তবু এক চোখের জলের গাথা
কেমন করে যেন আবছা আলোয় স্নান করে ডাকে ডাকে..

এখানে ভ্রমরেরা ফুলে ফুলে
বিষ ঢেলে যায়
ওপথে যেওনা কমলিনী
ওখানে লেখা আছে বিরহের গান
বিরহ মধুর নয়।
বিরহ একটি পাখির নাম
নীড়ের খোঁজে যে চোখ গেল
চোখ গেল বলে কাঁদে
বিরহ সেই পাখিটার নাম
যশোদা গো কৃষ্ণ কইগো
বিরহ সেই চাতক পাখির আকুল কান্নার নাম।
এপথে শুধু বিরহের আবছায়া
কুয়াশা
ওপথে যেওনা কমলিনী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...