Tuesday, April 16, 2019

অনুপম রায়

বৈশাখ


এসে গেছে!


দিনের পর দিন, মাসের পর মাস;
চারিদিকে দেখছি আবার নতুনের আশ্বাস।
জৈষ্ঠ্য,আষাঢ়, শ্রাবণ,ভাদ্র,আশ্বিন
অর্ধেক হল বিলীন! 
কার্তিক,অগ্রহায়ণ, পৌষ,মাঘ, ফাল্গুন 
শীত পেরিয়ে এল আগুন। 
এইবার সমাপ্তের কথা, 
চৈত্র পেরিয়ে দেবে বৈশাকের বার্তা। 
কোকিলের কুউহু ছেড়ে,
গাছের কচি পাতা বাতাসে নড়ে।
কাঁচা ফল পাকা হবে।
পাকার মিষ্টি গন্ধে গন্ধেশ্বরী আসবে!
গান হবে,নাচ হবে
নিরামিষ-আমিষে বাঙালি জমিয়ে খাবে।
নতুন আমেজ,পুরানো সাজ
আবার নতুন করে এল যে বৈশাখ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...