Tuesday, April 16, 2019

পরিতোষ সরকার

খনন

একদিন হবে খনন প্রত্যেকের নামে,
নির্দিষ্ট মাপের খনন।
অজস্র মোহ-মায়া ভেঙে পরবে
ডানা কাঁটা পতঙ্গের ন্যায়।
সোনার তরি হাড়িয়ে যাবে সুষুপ্তি দিঘিতে
থাকবে না কোন কাক-ভোরের শব্দ-
না থাকবে লাল আকাশের গন্ধ।
বুক সাগরে দাঁড়াবে ছাউনি একখানা,
চারদিক রবে ফাঁকা।
হয়তো এসেছিলাম দেহ-মন নিয়ে,
রয়ে যাব শুধু কালো মাটি হয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...