Tuesday, April 16, 2019

পরিতোষ সরকার

খনন

একদিন হবে খনন প্রত্যেকের নামে,
নির্দিষ্ট মাপের খনন।
অজস্র মোহ-মায়া ভেঙে পরবে
ডানা কাঁটা পতঙ্গের ন্যায়।
সোনার তরি হাড়িয়ে যাবে সুষুপ্তি দিঘিতে
থাকবে না কোন কাক-ভোরের শব্দ-
না থাকবে লাল আকাশের গন্ধ।
বুক সাগরে দাঁড়াবে ছাউনি একখানা,
চারদিক রবে ফাঁকা।
হয়তো এসেছিলাম দেহ-মন নিয়ে,
রয়ে যাব শুধু কালো মাটি হয়ে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...