Tuesday, April 16, 2019

নীলিমা দাশগুপ্ত

বসন্ত বেলায়

কোনো এক বসন্ত বেলায়
এক পশলা বৃষ্টি ধুয়ে যায়,
অদেখা জলছাপের রং প্রহর
গুনে শীতল প্রহর কেটে যায়।


আঙ্গিনা আলপনা আঁকা
ভোরের ফোটা ফুল ঝরে যায়,
মেঘের উড়োচিঠি  চাঁদের গায়
ভেজা দৃষ্টি ফিরে তাকায়।


চোরা স্রোতের কিনারায় গোলাপ
ফুলের ডানায় ডানায়,
পলাশ রাঙা রং মেঘ হাসে
মন আকাশ অনুরাগে ছুঁয়ে যায়।


ভাষাহীন চোখ স্তব্ধ রাত কেটে যায়
মনের ক্ষরণ দ্বীপের আগুন পূর্ণিমাতে
আকূলতা কেঁদে হারায়,নীশি দিশি
একান্তে আলিঙ্গনে স্বপ্ন ভেসে যায়।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...