Wednesday, April 17, 2019

বিনয় শীল

অসহনীয়
                     
                               

ফুল ভালোবাসি গভীর ভাবে।
কিন্তু কে জানতো ,
ধর্ম দস্যুরা সেই প্রসূন অঙ্গে-
ধর্মের স্টিকার লাগিয়ে যাবে !!
এখন ফুলের মুখে
চোখ রাখতে ভয় হয়,
না জানি কোন্ ধর্মদস্যু
আড়ালে-আবডালে থেকে
আমাকে তর্জনী তীরে চিহ্নিত করে !!

রঙ্ ভালোবাসি নির্বিচারে ।
একাধিক রঙের প্রতি-
দুর্বলতা ভীষণ ভাবে-
অনুভব করি।
কোনো একটি বিশেষ রঙ্
আমার সমগ্র সত্ত্বাকে রঙীন করে তোলে।
কিন্তু , এখন অনুভব আলোড়িত-
প্রিয় রঙকে মননে আনতেও
শরীর শিউরে উঠে।
রঙেরা এখন বিশ্বের সমস্ত
রাজনৈতিক দৈত্য-দাণবদের দখলে।
আমার প্রিয় রঙ্ ?
চুপ্ করো, কে কোথায় শ্যানদৃষ্টিতে-
আমার নাম শত্রু তালিকায়
তুলে নিচ্ছে।
আমার জীবন দীপে 'ফু' দিবে বলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...