Tuesday, April 16, 2019

দুলাল চক্রবর্তী

অপেক্ষায়

গোধূলী বেলায়
গাঁয়ের মেঠো পথ ধরে
চলিয়াছে পল্লী বধূ
ধবলীরে নিয়ে,
গৃহে ফিরিবার পালা।

দুরন্ত বায়ু যেন বয়ে নিয়ে যায়
পালতোলা নৌকা,
ক্ষুব্ধ তটিনীর বুকে,
তর তর করে ভেসে যায়
বিরাম বিহীন!

অজানা কোন স্থান থেকে
ফিরিতেছে পাখীরা
আপন কুলায়।
কোথাও কী ডাকিতেছে
কাকদল দলবদ্ধভাবে।
ক্রমশ অন্ধকার নামিতেছে
পৃথিবীর বুকে।

চাঁদের ক্ষীণ আলো প্রকাশিছে
আকাশের গায়।
শুধু ফিরে এলোনা একজন
আপন প্রিয়ার কুলায়।
তারি অপেক্ষায় আজো আছি বসে,
আসার আশায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...