Thursday, April 18, 2019

অপাংশু দেবনাথ

জাহাজ

জল থেকে উঠে আসে সরল জাহাজ
গায়ে তার লেগে আছে লবণ ভ্রমণ
জল ও লবণ দুইই তরল বলেই
তীরে এসে দিব্যি হাঁটে বালির উপর

আমাকে মাড়িয়ে যায় সোনালি অসুখ
জাহাজ হাঁটে প্রভু এই মনোভিড়ে
কুশ ভরে জল তুলি সবই লবণ
নুনময় এই সময় বালির জীবন
রোদে পোড়ে শীতে কাঁপে সকাল বিকেল
ঢেউ ভেঙে উঠে আসে জটিল প্রলয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...