জাহাজ
জল থেকে উঠে আসে সরল জাহাজ
গায়ে তার লেগে আছে লবণ ভ্রমণ
জল ও লবণ দুইই তরল বলেই
তীরে এসে দিব্যি হাঁটে বালির উপর
আমাকে মাড়িয়ে যায় সোনালি অসুখ
জাহাজ হাঁটে প্রভু এই মনোভিড়ে
কুশ ভরে জল তুলি সবই লবণ
নুনময় এই সময় বালির জীবন
রোদে পোড়ে শীতে কাঁপে সকাল বিকেল
ঢেউ ভেঙে উঠে আসে জটিল প্রলয়।
No comments:
Post a Comment