Wednesday, April 17, 2019

সোমেন চক্রবর্তী

ইতি গজ
         

জানি দিন বদলেছে,

বাটখারা ঝুঁকে থাকবে না পক্ষপাতিত্বের চাপে
এতটা ধর্মাবতারও নই

আমারও একান্ত আপন আছে
চক্রব্যূহে যারা রক্তাক্ত আজ,
তাদের আগলে ধরি বুকে

অনাত্মীয় নয় যারা
তারাই আজ শক্তিশালী প্রতিপক্ষ
একগাল উষ্ণ হাসি হেসে ছুঁড়ে দিতে পারে ব্রহ্মাস্ত্র

আমি চাপড়ের বদলে চাপড় দিতে পারি না, তাই
ফেরি করি অশ্বত্থামার মৃত্যুর খবর

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...