Wednesday, April 17, 2019

সোমেন চক্রবর্তী

ইতি গজ
         

জানি দিন বদলেছে,

বাটখারা ঝুঁকে থাকবে না পক্ষপাতিত্বের চাপে
এতটা ধর্মাবতারও নই

আমারও একান্ত আপন আছে
চক্রব্যূহে যারা রক্তাক্ত আজ,
তাদের আগলে ধরি বুকে

অনাত্মীয় নয় যারা
তারাই আজ শক্তিশালী প্রতিপক্ষ
একগাল উষ্ণ হাসি হেসে ছুঁড়ে দিতে পারে ব্রহ্মাস্ত্র

আমি চাপড়ের বদলে চাপড় দিতে পারি না, তাই
ফেরি করি অশ্বত্থামার মৃত্যুর খবর

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...