ফেরারি মন
ফিরতে আমি চাইরে খুব
ফেরা কি সহজ এত;
যতই ভাবি ফিরবো এবার
যাই হারিয়ে ততো।
তোর চিন্তায় আগুন
বুকে, তীব্র দাবানল,
সুযোগ পেয়েও যায়না ফেরা
আজ বড়ই অচল।
এক মূহুর্ত্বেই কাছে তুই
মূহুর্ত্বেই খুব দূর,
ভালোবাসার হয়না সকালে
আটকে আছে ভোর।
চোখের কোন ক্ষত-বিক্ষত
হৃদয় রাঙা শ্মশান,
বোক ভেঙে দু'ভাগ
কি যে নিষ্ঠুরতার বাণ।
কি আছে আর আজ!
যে ফিরবো তোর পাশে,
হয়তো একদিন পাবি ফেরা!
বিভৎস্য আমার লাশে ।
No comments:
Post a Comment