বদলার মশাল
হারতে হারতে
আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছি
দেওয়ালে পিঠ ঠেকে গেছে।
সামনে অতল খাদ।
দুহাতে চোখ বেঁধে ঝাঁপ দেবার সময়
স্পষ্ট শুনতে পাই দেওয়ালটা হাসছে,
হাসছে, অনবরত হেসে চলেছে।
কাঁদতে কাঁদতে
আজ এমন একটা মুহুর্তে এসে পৌঁছেছি
সব জল আজ শুকিয়ে গেছে।
সামনে অনন্ত সমুদ্র।
দুহাতে উত্তাল ঢেউ সরিয়ে ঝাঁপ দেবার সময়
স্পষ্ট শুনতে পাই কারা যেন হাসছে,
হাসছে, অনবরত হেসে চলেছে।
এভাবেই হঠাৎই,
তীব্র হাসির শব্দে উঠে দাঁড়াই
কখনও খাদ থেকে,
কখনও সাগর থেকে।
দুহাতে টেনে খুলে নিই সব বাঁধন
চোখের দৃষ্টিতে রাখি আগুন।
বেশ বুঝতে পারছি -
এবার আমার সময় এসেছে
মশাল জ্বালাবার।
No comments:
Post a Comment