সুবোধ, আর পালাস'নে
আর কতো পালাবি সুবোধ,
অবুঝের মতো পালাচ্ছিস শুধু,
লোকের কথায় !
তুই জানিস না, একশ এক'টা স্টেশন অতিক্রমের
পর বিশ্রামের ভানে পরিত্যক্ত ভাগাড়ে
যখন তুই রাজকীয় পাঠে ডুবে থাকিস,
ঘুমের ঘোরে তোর বাঁ পায়ের বুড়ো আঙুল
অবিরাম ইশারা দিয়ে যায়।
এ সত্যি সত্যি - শূন্যের উপর দুনিয়াদারি,
শূন্য।
ঠিক। তুই ভাবছিস, আসলেই সে শূন্য।
তুই দিনকে রাত, রাতকে দিন করতে যাওয়ার
আগে বুঝে নে - এ আসলে মৃতদের তদারকি।
ওরা কি করছে! কেন হাসছে! বেঁচে আছে, তবুও মারছে!
শুধু ভাব্, কেন তোকে বাঁচতে দেবে না।
ওরা বাঁচতে জানে না, বাঁচাতে জানে না।
তুই পালিয়ে যাস'নে সুবোধ।
বুড়ো আঙুল আজ দ্বিমূল হয়ে ছাচে বসবে,
তার ইশারা আজ বড় প্রয়োজন -
প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি ভোটবাক্সে।
No comments:
Post a Comment