ইচ্ছেরা যখন আকাশ ছোঁয়
ইচ্ছেরা যখন আকাশ ছোঁয়
পা রেখে মাটিতে।
খাবার তখন সামনে থাকে
ছোট্ট একটা বাটিতে।
স্বাদহীন ইচ্ছে তখন নোনতা লাগে,
চিবিয়ে খেতে ইচ্ছে করে ছেঁড়া কাগজে।
আবার কল্পনাতে কেউ এসে বলে যায়,
বালক ভাবিসনা এই সব ছোট্ট মগজে।
বাটিতে আঙ্গুলের আঁকিবুঁকি,
দাগ কেটে যাই খাবারে।
কল্পনার গলিতে বিলাস বহুল বাড়ি,
এক টুকরো জমি চাঁদের পাড়ে।
হটাৎ ধমক, থাম কি ভাবছিস?
ঐ যে কল্পনার কেউ।
শান্ত সাগর কল্পনার,
থেমে গেছে কল্পনার বিরামহীন ঢেউ।
No comments:
Post a Comment