Tuesday, April 16, 2019

মো: রুবেল

অধুনালুপ্ত বসন্ত


         

গায়ে তোমার হলদে শাড়ি;

বাহারী ফুলে গুঁজা কবরী।

গালে প্রলুব্ধ রঙের আলতো চুম্বন।

উদার বাতাসে তোমার উড়ন্ত  আঁচল।

অবগত করত আমায় -

আসচ্ছে ঋতুরাজ।

ভর করে ডানাদ্বয় কোকিলের সুর মোহনায়।।

তবে আজ সেই তুমি অধুনার দোষে দুষ্ট।

বসন্তের বাতাসে নেই কোনো স্নিগ্ধ ভালোবাসা;

আছে কেবল রুদ্ধশ্বাস।

বসন্তাবৃত্ত স্বপ্ন আমার ধর্ষণের শিকার;

কালের অশ্লীল প্রেরণার।

ধর্ষিত স্বপ্ন মালাটবন্দী হচ্ছে নীলকাব্যের পাতায়;

ভ্রান্ত বসন্তের আশকারায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...