অধুনালুপ্ত বসন্ত
গায়ে তোমার হলদে শাড়ি;
বাহারী ফুলে গুঁজা কবরী।
গালে প্রলুব্ধ রঙের আলতো চুম্বন।
উদার বাতাসে তোমার উড়ন্ত আঁচল।
অবগত করত আমায় -
আসচ্ছে ঋতুরাজ।
ভর করে ডানাদ্বয় কোকিলের সুর মোহনায়।।
তবে আজ সেই তুমি অধুনার দোষে দুষ্ট।
বসন্তের বাতাসে নেই কোনো স্নিগ্ধ ভালোবাসা;
আছে কেবল রুদ্ধশ্বাস।
বসন্তাবৃত্ত স্বপ্ন আমার ধর্ষণের শিকার;
কালের অশ্লীল প্রেরণার।
ধর্ষিত স্বপ্ন মালাটবন্দী হচ্ছে নীলকাব্যের পাতায়;
ভ্রান্ত বসন্তের আশকারায়।
No comments:
Post a Comment