সবুজরথ ও বেনিয়া
এই কর্পোরেট শহর,
যেখানে আজ বড়বড় ইট কংক্রিট
আর প্লাস্টিক ফুলের ঘর।
একদা সেইখানে ঘন জঙ্গল ছিল
পালে পালে স্লো লরিস, লিফ মাংকি,
বার্কিং ডিয়ার আরও কতোকি।
নীল দীঘি ছিল নিরাপদ,
সবুজ ঘাসে শুয়ে গপ্পো বাঁধতো
কপোত কপোতি আরো অনেক শ্বাপদ।
সাদা মোজার বাইসন তৃষ্ণা ছাড়িয়ে
পৌঁছেযেত উত্তরের সেই বিশাল খাদটায়,
চিল থেকে শঙ্খচিল সবাই তখন
উঁচু গাছের সেই বিশাল ছাদটায়।
তারপর একদা এলো এক বেনে,
বিধাতার থেকে ছলেবলে
সব নিলো কিনে।
প্রথমে সে পাখিদের উঁচু গাছটা বেচলো,
তারপর বেচলো সবুজ ঘাসের তলার মাটি,
আস্তে আস্তে নীল দীঘি ঘোলাটে হলো।
পাথর গুঁড়ো করে সিমেন্ট
তারপর হলো ইমারত,
মরে গেলো বন্যপ্রাণ
থেমে গেলো সবুজ রথ।
শেষে একদিন চেতনা ফিরলো বিধাতার,
একে একে হিসেব নিকেশ সেরে নিলো তার।
মাটি কেঁপে ইট পাথর হলো ধূলিস্যাত,
বেনেরা সব মাটির তলায় ঢুকলো সপ্তহাত।
আবার সচল সবুজ রথ সবুজ নির্যাস।
সবুজ হবে এই ধরা,বাকিরা ইতিহাস।
No comments:
Post a Comment