Tuesday, April 16, 2019

সোনালী রায় বাগচী

হেমন্তের বসন্ত

"এমন দিনে তারে বলা যায়"...
সত্যিই বলা যায় কি !!
বলা যায় , কতটা নীল বুকে ছুঁইয়ে দিয়েছিলে বলে আকাশ হয়েছিলাম আমি ?
বলা যায় , কতটা অভিমান জমলে
বর্ষার বাঁধভাঙা নদীর বুকেও
চর জেগে ওঠে ?
হয়তো বলা যায় , হয়তো বা... না ।
যেদিন অজস্র নুড়ি পাথর সরিয়ে
ফল্গুধারার পাঁজরে হাত রেখেছিলে তুমি,
আচমকা বিস্ফোরণে সেদিন আর একটা নতুন পৃথিবীর জন্ম হয়েছিল ।
সে পৃথিবীর বিধাত্রী ছিলাম আমি ।
অহঙ্কার সাজাতে সাজাতে
বেপরোয়া হাতে হয়তো ছুঁয়ে দিয়েছিলাম
কোনো গোপন মন খারাপের
মলিন অপরাহ্নকে ।
এখন আমার নতুন পৃথিবী জুড়ে
বসন্ত দিনেও কেবলই ধূসর রঙের মাতামাতি ।
অজস্র কথার ভিড়ে বড় বিবর্ণ আজ
না বলা কথারা ।
গীতবিতানের পাতায় মুড়ে রাখা
কিছু রক্ত পলাশ আজও অপেক্ষায়...
যদি ঘোর কাটে এই রাত্রির।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...