Tuesday, April 16, 2019

সোনালী রায় বাগচী

হেমন্তের বসন্ত

"এমন দিনে তারে বলা যায়"...
সত্যিই বলা যায় কি !!
বলা যায় , কতটা নীল বুকে ছুঁইয়ে দিয়েছিলে বলে আকাশ হয়েছিলাম আমি ?
বলা যায় , কতটা অভিমান জমলে
বর্ষার বাঁধভাঙা নদীর বুকেও
চর জেগে ওঠে ?
হয়তো বলা যায় , হয়তো বা... না ।
যেদিন অজস্র নুড়ি পাথর সরিয়ে
ফল্গুধারার পাঁজরে হাত রেখেছিলে তুমি,
আচমকা বিস্ফোরণে সেদিন আর একটা নতুন পৃথিবীর জন্ম হয়েছিল ।
সে পৃথিবীর বিধাত্রী ছিলাম আমি ।
অহঙ্কার সাজাতে সাজাতে
বেপরোয়া হাতে হয়তো ছুঁয়ে দিয়েছিলাম
কোনো গোপন মন খারাপের
মলিন অপরাহ্নকে ।
এখন আমার নতুন পৃথিবী জুড়ে
বসন্ত দিনেও কেবলই ধূসর রঙের মাতামাতি ।
অজস্র কথার ভিড়ে বড় বিবর্ণ আজ
না বলা কথারা ।
গীতবিতানের পাতায় মুড়ে রাখা
কিছু রক্ত পলাশ আজও অপেক্ষায়...
যদি ঘোর কাটে এই রাত্রির।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...