গাইড
জং ধরা ফলক
উদবাস্তু দিক চিহ্ন
একজন পর্যটক কে উদাসীন করতে যথেষ্ট।
সভ্যতার প্রাচীর ঘেরা আমি অতি সাধারণ এক ইমারত,
যেখানে ঘরগুলো ঠিক ঘর হয়ে উঠেনি
বহুমাত্রিক অসম্পূর্ণতায়।
গাইড আমাকে প্রতিদিন নতুন নতুন গল্পে সাজায়,
খুলে দেয় উত্তরের, দক্ষিণের জানালা
আকর্ষনের উদ্দেশ্যে একটা করিডোর রেখে যায় প্রতি সাক্ষাতে,
যেখান থেকে যাপনের দূরত্ব অসুস্হ কর্ণিয়ার মত,
ভরশূন্য শহুরে মানদন্ড।
আমি উবে যাই,
অবিরাম ধূমপায়ীর ঠোঁটে
উড়তে থাকি ধোয়ার কুন্ডলীতে।
গাইড জানে
ভ্রমণকারীরা চিরকাল আসক্ত।
No comments:
Post a Comment