Tuesday, April 16, 2019

সঞ্জীব দে

অন্ধকার নেমে এলে

অন্ধকার নেমে এলে
আলোক সম্রাটও আড়ালে চলে যায়
পৃথিবী হয়ে যায় মূর্খ জল্লাদের বিচরণ ভূমি।
মেঘ ডাকে, ঝিলিক দেয় , ঝর তুফানে তোলপার
ভিতর বাহির - জীব প্রকৃতি!

কলিঙ্গ যুদ্ধ শেষে অশোক অস্র ছেড়ে
প্রেম ফুল রূপন করেছিলেন ---ঠিকই --
রক্তের দাগ, দীর্ঘশ্বাস যুগের কাধে ঝুলছে আজো !

এখন অশ্রু ঝরেনা ঐ পথে, রক্ত ঝরে !
বুকের গহীনে বৈশাখের তান্ডব নেই --
মৌনতায় ঢেকে আছে সমস্ত পথ!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...