Thursday, April 18, 2019

মিঠুন দেবনাথ

ছায়ার খোঁজে

বৈশাখের তপ্ত দুপুরে চলছি হয়ে ভবঘুরে
আমি পথ হারা এক ক্লান্ত পথিক ,
ওদের ছিল খুব তাড়া , সাথী ছিল যারা
বলে গেছে ধিক্ তোকে ধিক্ !
সরে গেছে রস , হৃদ পুরে ধ্বস
তবুও মেটায়নি নদী সাগরের ধার
বার বার মাথা নত সূর্যটা অবনত
তবুও দাঁড়িয়ে আছে কাঞ্চন পাহাড় !
প্রতিবার ভাবি এই তো পেয়ে গেছি চাবি ,
ক্লান্তিরা সব এবার পেয়ে যাবে ছুটি !
ঠিকঠাক রাতে টেরাকাটা হাতে
চেপে ধরে মোর শ্বাসনালী টুটি !
তাই দুপুরের তেজে চামড়াটা ভেজে ,
হাঁটা-হাঁটি ড্রিমলাইট খোঁজ ,
কাহিনির জোরে গল্পের মোড়ে
একই ছবি আঁকি রোজ রোজ !
       

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...