Thursday, April 18, 2019

সম্পাদক প্যানেল

আমাদের জানামতে, ত্রিপুরার বাংলা অনলাইন জগতে আমাদের মতো অনেকেই পোর্টালের প্রথম পৃষ্ঠার প্রথম দিকেই কলাম তৈরী করার প্রয়াস নিচ্ছেন। তাই ত্রিপুরার অনলাইন সাহিত্যের খুব দ্রুত অগ্রগতি আমরা স্বাভাবিকভাবেই কামনা করতে পারি। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের সহযোগীতায় আমরা এক বছর আগেই পথচলা শুরু করেছিলো মননস্রোত। মে মাসেই মননস্রোতের প্রথম জন্মদিন। এবার মিনি কলাম, ব্লগ, নাগরিক সাংবাদিকতা প্রভৃতি মূল বিষয়গুলোকে নিয়ে আনার এক কঠিন প্রয়াস নিয়েছে মননস্রোত।

নবীন-প্রবীণ একসঙ্গে করা অন্যদিকে নিউজ, ভিউজ, সাক্ষাৎকার ও প্রতিবেদনেও পিছিয়ে থাকার ইচ্ছে আমাদের নেই। বাকি কথা আরেকদিন। আপাতত সাইটটা ভিজিট করে আপনারাই মূল্যায়ন ও বিচার করুন।

                            জয় হিন্দ

                     শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                           জয় দেবনাথ
                               সম্পাদক
                               মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...