Wednesday, April 17, 2019

রাজীব দত্ত

প্রিয়তমার পাশে রেখে.
    

সেদিন ঘুম ঝড়া রাত দুপুরে,
কেন হৃদয়ে আবার আঘাত এনেছিস,
পুরানো যন্ত্রনার আঁচরে?
আমিতো তখন ভীষণই ব্যস্ত,
একান্তেই আবদ্ধ ছিলাম-
প্রিয়তমার শীতল-স্নিগ্ধ বক্ষে।

জানিস তো,আর হবে না,
তোর সাথে দেখা-
কোনো স্কুল-কলেজের মোরে,
কিংবা বাংলার টিউশনে?

সহসা আজ পড়ে না মনে,
মৃত পাথরের আড্ডায় হারিয়েছি তোকে,
যন্ত্রনায় ভেজা মলিন স্মৃতিগুলি পেড়িয়ে,
তোর নষ্ট প্রেমের সাঁকো বেয়ে-
কবে যে এসেছি ফিরে,
তা আজ আর মনেও পড়ে না।

জীবন সায়হ্নে যদি ভীড়ে তরী,
তোর ঘাটে।
করবো দেখা,একা নয়-
তুই-আমি-প্রিয়তমা মুখোমুখি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...