Wednesday, April 17, 2019

আম্রপালী দে

প্রিয় জৈথাং ,

তোমাকে ভালোবেসেই তো হলুদ গোলাপের স্বপ্ন কিনি , ঘুমের দেশ ফেরি করে পাহাড়ি কমলালেবুর গন্ধ ।
রক্তপাত ভুলে মৃত্যুর হাসি আমার সর্বাঙ্গে । জুম ক্ষেতে ঝর্নার মতো গড়ানো জীবনে শুধুই ছায়া । আহা ! কি সুন্দর বাস্তব , জলীয় জীবনধারা ।
ব্লু বাটারফ্লাই কাঁধে নিয়ে আসবো তোমার জন্য , বিপ্লব শুরু হবে , কতো রঙ , কতো আগুন । তারপর একদিন সবকিছু কয়লা হয়ে যাবে ।
আজ ঝড়ে যে ঘর ভাঙবে তাকে আদর করার দায় নেবে ? ভাঙাটিন আর রাঘব দেওয়ালের ধাক্কা খেয়ে থেঁতলে পরা মানুষগুলোকে পোষ মানাবে ?

জৈথাং , তুমি শুধু একটি বারের জন্য মৈনাক হবে ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...