Wednesday, April 17, 2019

আম্রপালী দে

প্রিয় জৈথাং ,

তোমাকে ভালোবেসেই তো হলুদ গোলাপের স্বপ্ন কিনি , ঘুমের দেশ ফেরি করে পাহাড়ি কমলালেবুর গন্ধ ।
রক্তপাত ভুলে মৃত্যুর হাসি আমার সর্বাঙ্গে । জুম ক্ষেতে ঝর্নার মতো গড়ানো জীবনে শুধুই ছায়া । আহা ! কি সুন্দর বাস্তব , জলীয় জীবনধারা ।
ব্লু বাটারফ্লাই কাঁধে নিয়ে আসবো তোমার জন্য , বিপ্লব শুরু হবে , কতো রঙ , কতো আগুন । তারপর একদিন সবকিছু কয়লা হয়ে যাবে ।
আজ ঝড়ে যে ঘর ভাঙবে তাকে আদর করার দায় নেবে ? ভাঙাটিন আর রাঘব দেওয়ালের ধাক্কা খেয়ে থেঁতলে পরা মানুষগুলোকে পোষ মানাবে ?

জৈথাং , তুমি শুধু একটি বারের জন্য মৈনাক হবে ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...