Saturday, April 29, 2023

বিজলী সাহা

বরষার ভরসায়
.
এখনো খুব মনে পড়ে তোকে, তোকে আর ভুলতে পারছি কই। পড়ন্ত বিকেলের আলো মাখা গায় আমার  আঁধার আসে নেমে। বিদঘুটে জমকালো আবছায়ায়ও আমি তোর প্রতিচ্ছবি দেখতে পাই মায়ার আবেশে। 
এই শোন কোথায়  আছিস এখন? 
ভালো আছিসতো? 
সংসার করেছিস? 
জানি কোনো প্রশ্নের উত্তর হবে না এখন তবুও নিজের মনের সাথে কিছু কথা বলে যাই একান্তে। ভাবি আর পাতায় খেলি, হিসেব মেলাবার বেলা এখন কড়ি দিয়ে নয় মনের দাগ কাটা হিসেব। একের পর এক স্মৃতি গুলো ভাবনার আকাশে তারা হয়ে জ্বলজ্বলে হয়ে কেমন যেন তাকিয়ে আছে আমার দিকে। চোখ বন্ধ করা ভালোবাসায় বুঝি কোন খাদ ছিলো। ঝিরঝির বাতাসেও বইছে আগুন হাওয়া। পাগল করা ভাটিয়ালি গানের সুর ভেসে আসে নিঃশব্দে। এখনো ভালোবাসি তোকে খুব তাই বলে মরণ আসে বারবার ডাক দিয়ে যায় সবার অলক্ষে। আষাঢ়ের  বরষা ভরসা হয়ে কাধে রাখে হাত ।আজও আছি পথের বাঁকে একটি পদ চিহ্নে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...