Saturday, April 29, 2023

রূপা সাহা

ভালোবাসা আজও আমায় কাঁদায়
.
আমি তোমাকে শুধু ভালবেসে গেছি
তবু পাইনি কখনো তোমার মন,
পাবার জন্য প্রতি মুহূর্তে কেঁদেছি
নিঃশব্দে তোমার অগোচরে।

তুমি কথা দিয়েছিলে আর বলেছিলে
কখনো ছেড়ে যাবেনা আমায়,
তবে কেন এমন ভাবে ধোকা দিলে
  আর দিলে বুক ভরা বেদনা।
 
উজাড় করে দিতে চেয়েছিলাম
 তোমাকে আমার সর্ব সুখের ঠিকানা,
বিনা অপরাধে আজ তবু পাচ্ছি সাজা
  তাই কষ্ট হচ্ছে ভীষণ।

  মনে মনে তোমাকে নিয়ে কত স্বপ্ন গেঁথেছি,
বিনিময়ে লাঞ্ছনা আর তিরস্কার
পুরস্কার হিসেবে তুমি দিয়ে গেলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...