Saturday, April 29, 2023

মধুমিতা রায়

জন্মদিন ও একটি মেয়ে

মেয়েটিকে অনেকদিন পর দেখলাম
সামনাসামনি নয়,ছবিতে
রোগা হয়েছে কি! 

জন্মদিনের কেক হাতে
মলিন নিষ্প্রভ বিষন্ন ছবি

কোথাও একটা ধাক্কা লাগলো

দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে 
সমস্ত দরজাগুলো বন্ধ করে
সত্যি কি সে ভুলতে পেরেছে ছেলেটিকে!
নাকি!

আমিও ওকে কম গালি দিইনি মনে মনে
যে ছেলেটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল
প্রত্যাখানে
সে আমার বন্ধু ছিল।
গতবছরের জন্মদিনে মেয়েটির ঝলমলে মুখটা
কেন জানি মনে পড়ে গেল হঠাৎ ই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...