Saturday, April 29, 2023

পায়েল সাহা

ইন্টারনেট 

ইন্টারনেট, ইন্টারনেট।
হোয়াট ইজ ইন্টারনেট? 
সারা বিশ্বকে করে কানেক্ট,
ইট ইজ ইন্টারনেট।

হোয়াটসঅ্যাপ, ফেইসবুকে তোমার মাধ্যমে করে কানেক্ট,
শুরু হলো হাজারো মানুষের মধ্যে যোগাযোগ আর ইনবক্সে কমেন্ট।
      ইন্টারনেট, ইন্টারনেট।
ইউটিউব, ইনস্টাগ্ৰাম চলে না তো তোমায় ছাড়া।
নেট প্যাক শেষ হলে মানুষ হয়ে যায় দিশেহারা।।
মনের কথা হোক বা দুঃখের কথা,
সামনাসামনি কাউকে বলতে পারি না যেটা।
মোবাইল ফোন এ দেখে হোয়াটসঅ্যাপ আর মেসেজ বক্সটা,
 নিঃদ্বিধায় মন খুলে বলতে পারি সেটা।।
ইন্টারনেট, ইন্টারনেট।
হয়তো তোমার মাধ্যমে উপলব্ধি করি ক্ষনিকের আনন্দটা।
এইভাবেই সারা জীবন টিকিয়ে রেখো হাজারো মানুষের বন্ধুত্বটা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...