দিন সবারই ফেরে
.
দিন সবারই ফেরে,
দুঃখ সবারই কাটে
সুখ পাখিও আসে
পর্বতও যায় ভেসে
যৌবন যায় থেমে
চূড়ার পাথরও নামে
বৃক্ষও ছাই হয়
আলোয় কাটে ভয়
মিথ্যাও রয় না চাপা
অনন্তকে যায় মাপা
সাগরও বালিতে মিশে
পথিকও হারায় দিশে
সময় থাকেনা থেমে
তা তো সকলে জানে
তবু কেন বাহুবলে
শাসনের দিন গুনে?
No comments:
Post a Comment