তুমি আবার এসো বসন্ত
.
সব পাতা ঝরে পড়ে
রুক্ষ জীর্ণ অসহায় হয়ে,
হৈমন্তীর নির্মমতায়--
একাকি দাঁড়িয়ে যে বটবৃক্ষ টি,
তারে সবুজে সবুজে সাজাতে
ফুলে-ফলে ভরাতে
তুমি আবার এসো বসন্ত।
নব পল্লবে যে কুঁড়ি
আশায় গুণে চলেছিলো প্রহর,
আসবে সময় সে পাপড়ি ছড়াবে
কিন্তু তা আর হয়ে ওঠেনি!
তারে খানিকটা সুযোগ দিও
যেন সে অকালে ঝরে না যায়,
তাই, তাই তুমি আবার এসো বসন্ত।
যে কোকিল টা ভুলে গেছে সুর,
আর গাইছেনা গান,
তারে আরও এক যুগ বাঁচতে দিও।
যেন সে আবার ধরতে পারে সুর
নতুন গানে বাঁধুক দুটি প্রাণ
নিখাদ প্রেমে হোক আরেকটি তাজমহল,
তাই তুমি আবার এসো বসন্ত।
যে প্রমিক নাওয়া খাওয়া ভুলে
পাগলের বেসে দেশান্তরী,
তাকেও দিও সেই সঙ্গীনির খোঁজ।
প্রেয়সীর কন্ঠে সে যেন পায়
তার ঘরে ফেরার ঠিকানা।
পুনঃ মিলনের নতুন মালা সাজাতে
তুমি আবার এসো বসন্ত।
No comments:
Post a Comment