প্রথম দেখা
তোমাকে প্রথম দেখার আজ এই দিনে ধরণীর বুকে জন্মেছে এক নতুন ইতিহাস,
থেমে গিয়েিছলো সময়ের চাকা, থেমে গিয়েছিলো নদীর স্রোত।
থমকে গিয়েছে মহাকাল, স্তব্ধ হয়ে গিয়েছে বিরহে
গাঁথা সব কবিতার পঙক্তিমালা।
পাশাপাশি থাকার নিঃশ্বাস ছড়িয়েছিলো কিছুটা বেশি উত্তাপ!
ঙচুপ করে ছিলাম । দুজনে দুজনকে জাপটে রেখেছিলাম কিছুসময়। ভালো লাগা আর ভালোবাসার চাওনিতে আচ্ছন্ন ছিলাম। সে আমার দিকে তাকিয়ে । সে এক অন্য রকম চাহনি। যে চাহনিতে অনেক কিছুই বদলে যায় আমাদের।
No comments:
Post a Comment