Saturday, April 29, 2023

সঞ্জয় দত্ত

ঘড়ি
.
এখন বৃষ্টি হচ্ছে,
আরও কতদিন হবে?
আমার মতো এমন প্রশ্ন নিয়ে বসে আছে অনেকে!
যাদের সংসার নামক পৃথিবী ধরার সময় হচ্ছে এবং
হবে যাদের!
বৃষ্টি হয়ে গেলে শীতল হয় পৃথিবী।
সমভাবে শীতল হই আমিও,
ক্লান্ত হয়ে শুয়ে যাই।
সকাল হতে হতেই ভুলে যাই 
দাগ কাটা গল্পের কথা,বৃষ্টি ঝড়া রাতের কথা,ক্লান্ত সন্ধির কথা।
এক বুক সান্ত্বনা নিয়ে পথ হাঁটি পৃথিবীর পথে।

এখনো হাঁটতে গিয়ে পিছলে পড়ে যাই,
কেউ একটু টেনে তুলেও দেয় না,
ব্যঙ্গ করে হাসে।
আমিও হেসে মুখ মিলিয়ে-নি, ঠিক স্লোগানের মতো।


   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...