Saturday, April 29, 2023

সুস্মিতা দেবনাথ

চন্দ্রাহত

এমনই বাসন্তী সন্ধ্যায় 
তোমার হাতখানি রেখেছিলে 
আমার বাঁ হাত
বলেছিলে ভালোবাসবে ?

আধো আলো ছায়ায় 
সমুদ্রের উন্মত্ত ঢেউগুলোর আস্ফালনে 
আমার কন্ঠ ছিল নিশ্চুপ,

অজানা এক আর্কষণ 
পূর্ণিমার চাঁদকে সাথে নিয়ে 
নীরবে তোমার হাতটি ধরে 
বিভোর হয়ে হেঁটেছিলাম।

আজও হেঁটে চলেছি, বৃথা
বিরাম হীন মোহমুগ্ধ...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...