চন্দ্রাহত
এমনই বাসন্তী সন্ধ্যায়
তোমার হাতখানি রেখেছিলে
আমার বাঁ হাত
বলেছিলে ভালোবাসবে ?
আধো আলো ছায়ায়
সমুদ্রের উন্মত্ত ঢেউগুলোর আস্ফালনে
আমার কন্ঠ ছিল নিশ্চুপ,
অজানা এক আর্কষণ
পূর্ণিমার চাঁদকে সাথে নিয়ে
নীরবে তোমার হাতটি ধরে
বিভোর হয়ে হেঁটেছিলাম।
আজও হেঁটে চলেছি, বৃথা
বিরাম হীন মোহমুগ্ধ...
No comments:
Post a Comment