Saturday, April 29, 2023

চন্দন পাল

ওফ্ফ 
.
কবিতা তুই কি জানিস ক'জনকে ভাবসাগরে ডুবিয়ে মারছিস্ ! 
কি চাস তুই! প্রেমিকের জান্ না - বদনাম!!

বারবার ভুলে যাচ্ছি ঘুম, সমাজ, শেষমেশ জীবিকা।
অথচ সকাল হলেই ভাবি  সব ঠিক হয়ে যাবে।
নতুন সূর্য উঠেছে। ঝকঝকে আলোয় সব ভুলে শুরু হবে নতুন জীবন। 

কিন্তু কোথায় কি! আলো হেলে পড়তেই ভেসে উঠে তোর ছবি। 
পাগল হয়ে ছুটে যাই তোর কাছে, খুঁজি আশ্রয় ,
তুই কেন এত মায়াবী, চঞ্চলা, সম্মোহনী ?

হ্যঃ তুই হাসছিস্,  হাস্!
আর জনমে আমার শাপে তুই হবি কলম আর আমি কবিতা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...