Saturday, April 29, 2023

বিশ্বজিৎ মানিক

মুক্ত আলোর পথে
.
আর কতকাল আবেগ হত্যা করে
অজ্ঞতার অন্ধ পথে
হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো?
আর কতকাল?
বরং,তার চেয়ে এসো খোলা ছাদে ৷
স্নেহের পরশ বুলিয়ে দেবে
এক ঝলক শীতল বাতাস
তোমার স্নিগ্ধ মায়াবী চোখে৷
আকাশ পাড়ে চেয়ে দেখো
জ্যোৎস্নার আলো ভেসে যাচ্ছে চারিদিক ৷
ছাদের কোণে শিউলি গাছটার
পাতার আড়ালে।
মধুর সুরে গান গেয়ে যাচ্ছে
নাইটেঙ্গেল৷
দূরের ওই আকাশ ডানা মেলেছে
পূর্ণ চাঁদের রূপালি আলোয় ৷
হাতছানি দিয়ে বারবার ডাকছে তোমায় ,
যেন তুমি বেরিয়ে পড়ো 
মুক্ত আলোর পথে ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...