Saturday, April 29, 2023

অভিজিৎ রায়

ঠাকুর তুমি কেমন জানি
.
ঠাকুর তুমি করছ কেন এত পরিহাস
চারিদিকের হিংসা নিন্দায় জীবন রুদ্ধশ্বাস

কেউ করছে ক্ষমতা বলে
তুমি করছ নানা ছলে

তবুও এত কঠোরতায় কাটিয়ে যাচ্ছি মোরা
সুন্দর পৃথিবীর ভারসাম্য রক্ষায় আমরা দিশেহারা

জানি না কেন মানুষ শুধু নিজের কথায় ভাবে
ঠাকুরকে না ডাকলে যে দুঃখ রয়ে যাবে।

বিপদে পড়লে ডাকবে শুধু সেটা কি কখনো হয়
তাই তো মানব জীবনে এত দুঃখ পেতে হয়

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...