Saturday, April 29, 2023

মাধুরী সরকার

মুখোশ

মানুষ সবসময় ইচ্ছে করলেই 
মুখোশ থেকে বেরিয়ে আসতে পারে না,
রাতদিন মুখোশের বেচা-কেনা...

এই যে অগণিত মুখ ,
দূর থেকে দেখে মনে হয়
নির্ভেজাল,দুঃখহীন আর সাদামাটা সব।

অথচ প্রতিটি মুখেই লুকিয়ে আছে মুখোশ
যান্ত্রিক মুখোশের ভীড়েই চলে 
নিদারুণ অসময়ে দিন বদলের সুর।

বাস্তবতার শহরজুড়ে মুখ-মুখোশের গন্ডীবদ্ধ প্রতিদিনকার সমাজ যাপন।
একের মধ্যে দু'য়ের বাস 
মনন চিন্তনে কেবল অভিনয়ের গোলক ধাঁধাঁ!

কত মুখ হাসি রেখে ঢেকে যায় ভগ্ন হৃদয়ের ক্ষত।
আমরা সবাই কেবল মুখোশ ফেরি করি 
সকাল থেকে রাত...

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...