Saturday, April 29, 2023

দেবাশীষ মুখোপাধ্যায়

বৃষ্টি চেনে ভালোবাসার শরীর
.
ঝলসে দেওয়া দাবদাহের গদ্যে
বৃষ্টির ফোঁটা টুপটাপ কবিতা হয়ে ঝরে পড়ে 
বৃষ্টির দামালপনায় সাদা আবীর ছড়িয়ে পড়ে চারদিকে
এক অচেনা আনন্দ বিস্ময়ভরা চোখে দেখতে থাকে সেসব

পথের কোণের বটগাছটার গোড়ায় দাঁড়িয়ে থাকে ভালোবাসা
ভেজা যৌনতার বিন্দু বিন্দু আদরে ভালোবাসার রঙ লাল
কাঁপা আবেগ বৃষ্টির মতোই শরীর মাতায়
একটা খোলা পৃথিবী দুহাত বাড়িয়ে আলিঙ্গনে থাকে ওদের 

কপাল থেকে গড়িয়ে পড়া ফোঁটায় যেন আসমানী রঙ
ডানা মেলে উড়ে যাওয়া মেঘ দেখতে থাকে দুষ্টু চোখে
প্রাণের ক্লোরোফিল জমতে থাকে কোষে কোষে
একটা আদিম পৃথিবী সামনে এসে দাঁড়ায়
বটগাছটা ডালপালা মেলে ওদের লজ্জা ঢাকতে থাকলে 
বৃষ্টির আলপনায় ভালোবাসা সব পেয়েছির গল্প বলে দুদন্ড। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...