Saturday, April 29, 2023

আশিষ ভট্টাচার্য

এখানে প্রেম কোথায় বলো

প্রিয়াকে যদি যত্নে ভালোবাসো
তবে ধর্ষিতা ফের ধর্ষিতা কেন? 
তোমার যত্নের সেই প্রেম তবে
নিখুঁত ছিল না মোটেই ; 
কান পেতে শোনো ওই
শুদ্ধ বেহালাও গোঙাচ্ছে 
তোমার ভুল হাতে।
উল্লাসক্লান্ত এক নষ্ট পুরুষ 
ভালোবাসার মানেই বুঝলে না,
পাবে না তাই তুমি কোনদিন 
নীল যমুনার একবিন্দু ভালোবাসা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...