Saturday, April 29, 2023

আশিষ ভট্টাচার্য

এখানে প্রেম কোথায় বলো

প্রিয়াকে যদি যত্নে ভালোবাসো
তবে ধর্ষিতা ফের ধর্ষিতা কেন? 
তোমার যত্নের সেই প্রেম তবে
নিখুঁত ছিল না মোটেই ; 
কান পেতে শোনো ওই
শুদ্ধ বেহালাও গোঙাচ্ছে 
তোমার ভুল হাতে।
উল্লাসক্লান্ত এক নষ্ট পুরুষ 
ভালোবাসার মানেই বুঝলে না,
পাবে না তাই তুমি কোনদিন 
নীল যমুনার একবিন্দু ভালোবাসা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...