Saturday, April 29, 2023

আশিষ ভট্টাচার্য

এখানে প্রেম কোথায় বলো

প্রিয়াকে যদি যত্নে ভালোবাসো
তবে ধর্ষিতা ফের ধর্ষিতা কেন? 
তোমার যত্নের সেই প্রেম তবে
নিখুঁত ছিল না মোটেই ; 
কান পেতে শোনো ওই
শুদ্ধ বেহালাও গোঙাচ্ছে 
তোমার ভুল হাতে।
উল্লাসক্লান্ত এক নষ্ট পুরুষ 
ভালোবাসার মানেই বুঝলে না,
পাবে না তাই তুমি কোনদিন 
নীল যমুনার একবিন্দু ভালোবাসা।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...