Saturday, April 29, 2023

মিঠু মল্লিক বৈদ্য

এলোমেলো পৃথিবী
.
আমার সাজানো পৃথিবীটা আজ
কেমন যেন এলোমেলো,
সাদা কালো জীবনে স-বটুকু বিবর্ণ 
পাতা ঝরা গাছের মতো ;অস্তিত্বের সংকটে।

হাসিতে সজীবতা! যথেষ্ট প্রশ্নচিহ্ন,
মনের আড়ালে লুকিয়ে কান্না
ভালোলাগার পৃথিবীতে  একঘেয়েমি,
মনখারাপের দলেদের নির্লজ্জ লাফালাফি।

আনন্দ উৎসরা দূর-বহুদূর ;
নিঃসঙ্গতার ভয়ানক ঔদ্ধত‍্যতায় 
আবেগী বাঁশীটা বেজে উঠে বার বার ;
উদাসী চোখে ভেসে বেড়ায় ক্লান্ত স্বপ্নরা।

আমার সাজানো পৃথিবীটা আজ বড্ড এলোমেলো 
পাথরচাপা মনটা চঞ্চল হয়ে উঠে হঠাৎ  হঠাৎ,
রাতের ঘুমগুলি চুরি যায় বিবশতার হাতে ;
মুক্ত হাসিরা? হেরে গেছে সমর্পণের কাছে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...