প্রেমের জোয়ার
ঝিরিঝিরি বর্ষায় দুজন দুজনায়,
ভিজে যাই নীরবে সুপ্ত মোহনায়।
হাতে হাত রেখে -চোখের ভাষায়,
হারিয়ে যাই সংগোপনে প্রেম যমুনায়।
জোয়ার -ভাঁটার তোড়ে যাই ভেসে ভেসে
কিনারা খঁুজি শেষে অধিক ভালোবেসে।
চাঁদ,তারা সাথে তিথির লগন-
পাশে আছে ধ্রুবতারা হৃদ্ - পবন।
গুরুগুরু গর্জন আর বিদ্যুৎ চমক,
আকড়ে বাঁচি দুজন বুকের ফলক,
হাফিয়ে উঠি নকশায় দেখে চিত্রায়ণ,
ধুলো -মাটি ই গড়া এ কোন রূপায়ণ?
ঝর্ণা স্নানে -শীতল দেহ নশ্বর,
তবু্ও হাঁটি সরিসৃপ- মোরা... অবিনশ্বর।
মুক্ত বাতাসে মুগ্ধ ষড়রিপুর স্খলন-
উদাস -তপ্ততায় মাখা রিক্ত স্পন্দন।
No comments:
Post a Comment