কাঁহা বিপ্লব?
দিন দিন সব কিছু
কেমন জানি হয়ে যাছে।
জোয়ানীর সেই বিপ্লবের কথা,
বিপ্লবের সপন তেমন করে
আর মনে নাই পড়ে।
আওয়াজ গিলান দিনকে দিন
হাটে যায়েছে, হাটে যাছে।
যারা এতদিন বিপ্লবের কথা বলত
আইজ অরা বিপ্লবলে বেশি
মসনদ দখলের কথা ভাবছে।
অথচ অরাই বলত,এই মসনদ
হামদের নাই।
লড়হাই করে, বিপ্লব করে
এই মসনদ দখলদারি দের হটাতে হবেক।
এদেরকে হটাতে নাই পারলে
হামদের মত মানুষের অধিকার নাই মিলবেক।
হটাতে হবেক বিপ্লব করেই।
মিন্তুক কা্ঁহা সেই বিপ্লব?
ভাবি ভাবতে থাকি।
No comments:
Post a Comment