Saturday, April 29, 2023

রুপন সূত্রধর

রুপকথা প্রেম
.
কারো জীবনে তুমি রুপকথার নায়িকা 
তোমাকে নিয়ে শত শত কবিতা।
দিবারাত্রি প্রেমিকের ভাবনায় বিচরণ 
তোমার চলার প্রতিক্ষণ কল্পনায়।

কখনো হাসাও,কখনও কাঁদাও
ভালোবাসার এক অপরুপ মহিমা।
আত্মাবিশ্বাস, ধ্যান, জ্ঞান চারিদিকে 
 তোমার ভালোবাসার মহিমা।


ছেলেটি ভাবনা বুকে, এবার পুজোয়
ভালোবাসি বলবে মুখে তোমায়।
সূর্যদয়ে জাগা প্রেম,রাএির স্বপ্ন জুড়ে 
  স্মৃতি বহন করে জীবন। 

রোজ দাড়িয়েছে সে মন্ডপে,হয়নি সাহস          
 তার দেবীময়ী রুপটি দেখে।
প্রেমের আগুনে, বিসর্জনে নেচেছে
 মা   হেসেছেন চুপটি করে।

খোলা মাঠে ঘাটে নীরবতায় পথ চলা
 অবুঝ প্রেমকাহিনী অসময়ে ফোনালাপ। 
সাহসী বালক, প্রেমের কথা বলে,
পরীপ্রেম বিচরণ জগৎ জুড়ে। 

কখনো কখনো জ্বলে অনল
তার ছবিতে যদি কেউ হাসে।
 তুমি যখন বাসা বাঁধো,অন্যমনে
অনন্তপ্রেম নিশিদিন বিরহে, কথা বলে।

তুমি যদি ভালোবেসে থেকে যেতে,
সুখ দুঃখের সাথী, বিশ্বাসী মনে,
ভালোবাসার অসুখ থেকে আগলে
রাখতাম হৃদয় নীড়ে বাসা বেঁধে। 

একটু ভালোবাসার খোঁজে আজীবন, 
ছলে ছলে জীবন চলে, সাথীহারা,
ভালোবাসার কার্বন সংলাপ নীরবে বলে,
 তুমি হবে একদিন, ওপারের জীবনে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...