Saturday, April 29, 2023

সুশান্ত সেন

কবিতা

কবিতা আমার পাগল করেছে দেখি
কবিতা আমায় আঁচড়ে কামড়ে খায়
কবিতা আমায় জ্বালায়, নিজেও জ্বলে
কবিতা আমার সঙ্গে সঙ্গে যায়।

মনকে বলেছি চুপ করে দেখ চেয়ে
জানান না দিয়ে সটকে পড়ব আমি
ঝাউবনে তাই চুপটি লুকিয়ে পড়ি
স্বাধীনতা পেয়ে সমুদ্র জলে নামি।

বিস্ময়ে দেখি ঢেউ এর মাথা জুড়ে
কবিতা আমার ধরে নিলো দুটি হাত
বুকের ভেতর জাপটিয়ে ধরে রেখে
বললো - তোমার কাছেই কাটাব রাত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...