কিছু কথা
অগোছালো ডায়েরীর পাতাগুলো,
কিছু জীবন কথা লিখতে চায়।
হয়তো কিছু বেদনার পাহাড়
আবার হয়তো কিছু,
অট্টহাসির গোলমাল।
বল পেনের শেষ কালিটুকুও,
শেষ কথা অব্দি থামতে পারে না।
অজস্র অভিনয়ের মুখোশ
ভালো সাজার নাটক খুঁজে।
কিছু হিংসা জলন্ত কাঠের মতো,
ভেদাভেদের শিকড় খুড়ে।
অহংকারের দেওয়াল গুলো,
আপন, পর মানুষ চিনে না।
শুধু আড়ালে,ষড়যন্ত্রের মাপকাঠিতে,
নিজেকে প্রতিবার প্রমাণ করে।
নিজেকে জড়িয়ে রাখে,
অর্থসম খোলসে।
No comments:
Post a Comment