Thursday, March 31, 2022

অভীককুমার দে

মাটির বাসন

মাটির কাছে 
কোনও দূরত্ব নেই,
দূরত্ব নেই হৃদয়ের কাছেও;

আমি পায়ের কাছে
নতজানু হই ,
ছন্দে ছন্দে তাল খুঁজি বুকের ভেতর ।

যেভাবে মানুষ জন্মায়
নিজের শরীরে
আমি তার মাটির বাসন;

শুধু
দূরত্ব থেকে দূরত্বে রাখি বুকের মানুষ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...