Thursday, March 31, 2022

অভীককুমার দে

মাটির বাসন

মাটির কাছে 
কোনও দূরত্ব নেই,
দূরত্ব নেই হৃদয়ের কাছেও;

আমি পায়ের কাছে
নতজানু হই ,
ছন্দে ছন্দে তাল খুঁজি বুকের ভেতর ।

যেভাবে মানুষ জন্মায়
নিজের শরীরে
আমি তার মাটির বাসন;

শুধু
দূরত্ব থেকে দূরত্বে রাখি বুকের মানুষ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...